তাঁতইর বাখরপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ:
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ খ্রিঃ এবং সর্বশেষ পরিমার্জন অনুযায়ী সরকারী বিধি মোতাবেক তাঁতইর বাখরপুর উচ্চ বিদ্যালয়,ডাকঘর-ভিওইল,উপজেলা-সাপাহার,জেলা-নওগাঁ এর জন্য শুন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হইবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ১৮/০৪/২০২৪ তারিখের মধ্যে প্রধানশিক্ষক(ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভূক্ত পদে সর্বমোট ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
বেতনগ্রেড: গ্রেড ৮ (২৩০০০-৫৫৪৭০)
আবেদনের সাথে সংযুক্তিঃ ১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি,
৪. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি,
৫. প্রধান শিক্ষক কর্তৃক অনুমতিপত্র ও অভিজ্ঞতা সনদ,
৬. ১ম ও শেষ এমপিও কপির সত্যায়িত ফটোকপি,
৭. মামলা নেই মর্মে প্রার্থীর হলফনামা,
৮. সোনালী ব্যাংক সাপাহার শাখায় প্রতিষ্ঠানের একাউন্ট নম্বর ৪৮১৯৯৩৪৯৬০৮৫৩ তে অফেরতযোগ্য
১০০০টাকা জমার মুল রশিদ।


